ঋদ্ধিমান ওয়ার্নারের দাপটে স্বপ্নভঙ্গ নাইটদের

আমাদের ভারত, ৪ নভেম্বর:
আইপিএলের শেষ চারে ওঠার জন্য নাইটরা তাকিয়ে ছিল মুম্বাই ও সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচের দিকে। সানরাইজ হায়দ্রাবাদ এই ম্যাচে হেরে গেলেই কলকাতা নাইট রাইডার্সের কাছে রাস্তা পরিস্কার হয়ে যেত। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল বাংলার ছেলে ঋদ্ধিমান সাহা। এক কথায় ওয়ার্নার ও ঋদ্ধিমানের ব্যাটের দাপটে চলতি আইপিএল জয়ের আশা স্বপ্নভঙ্গ হলো নাইট রাইডার্সের। শেষ চারে যাওয়ার জন্য এই ম্যাচে হায়দ্রাবাদকে মুম্বাইয়ের বিরুদ্ধে জিততেই হত। ১০ উইকেটে ম্যাচ জিতে আইপিএলের চতুর্থ দল হিসেবে প্লে-অফে চলে গেল সানরাইজ হায়দ্রাবাদ।

আটটি দলের মধ্যে মুম্বই, দিল্লি, ব্যাঙ্গালোর এবং সানরাইজ হায়দ্রাবাদ প্লে-অফে ওঠে। আইপিএল থেকে বিদায় নেয় পাঞ্জাব, রাজস্থান, চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্স।

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ অধিনায়ক ওয়ার্নার। পেসার সন্দীপ শর্মা দুরন্ত বোলিং করে চার ওভারে ৩ উইকেট তুলে নিয়ে মুম্বাইকে ১৪৯ রানে বেঁধে দেয়। তবে এদিন চোট সারিয়ে মুম্বই দলে ফিরে দলকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। তিনিই প্রথম সন্দীপের শিকার হয়ে ফিরে যান। ১৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কোন উইকেট না হারিয়ে হায়দ্রাবাদ ১৫১ রান তুলে ফেলে। ওয়ার্নারের ৫৮ বলে অপরাজিত ৮৫ ও ঋদ্ধিমান সাহার ৪৫ বলে অপরাজিত ৫৮ নাইটদের স্বপ্ন শেষ করে দেয়।
প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুম্বই ও দিল্লি ক্যাপিট্যালস।যারা জিতবে সরাসরি ফাইনালে চলে যাবে।

দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *