DRDC, Credit camp, ডিআরডিসি-র সম্বর্ধনা সভা ও মেগা ক্রেডিট ক্যাম্প

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: আজ ডিআরডিসি-র পক্ষ থেকে গত আর্থিক বছর অর্থাৎ ২০২৩-২৪- এর ক্রেডিট লিঙ্কেজ ও দলগঠন- এর সংঘ সমবায় ও সিএসপি’দের পারফরম্যান্স অনুযায়ী এক সম্বর্ধনা সভা ও মেগা ক্রেডিট ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিভারানী মাইতি (সভাধিপতি), মৌমিতা সাহা (অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত), শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল (অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ), ডাঃ গোবিন্দ হালদার (প্রোজেক্ট ডিরেক্টর, ডিআরডিসি) অন্যান্য অফিসাররা, এলডিএম, ইন্ডিয়ান ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কের উচ্চ পদাধিকারীরা।

গত আর্থিক বছরে স্বনির্ভর দল গঠন, দলের ক্রেডিট লিঙ্কেজ লোন ও অন্যান্য কাজকর্মের পারফরমেন্স হিসাবে প্রথম পুরষ্কার কেশপুর ব্লক, দ্বিতীয় পুরষ্কার দাঁতন-২ ব্লক এবং তৃতীয় পুরস্কার পিংলা ব্লক পেয়েছে। গোটা জেলার মধ্যে মোট ৩৫টি সংঘ সমবায়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে, যাদের মধ্যে ১৮টি সংঘকে লক্ষ্যমাত্রার ১২০% ক্রেডিট লিঙ্কেজ লোন ও ১০০ শতাংশ দল গঠন করার জন্য ২০,০০০/- টাকা করে এবং ১৭টি সংঘকে লক্ষ্যমাত্রার ১০০-১১৯ শতাংশ ক্রেডিট লিঙ্কেজ লোন ও ১০০ শতাংশ দল গঠন করার জন্য ১৫,০০০ টাকা করে ইন্সেন্টিভ হিসাবে প্রদান করা হয়েছে। এর সাথে ৩৪টি স্বনির্ভর দলকে মোট ছয় কোটি বাইশ লক্ষ টাকা ক্রেডিট লিঙ্কেজ লোন হিসাবে এবং ৪৮ জন সদস্যাকে ১ কোটি ৬৭ লক্ষ ৭৫ হাজার টাকা এন্টারপ্রাইজ ফিনান্স- এর লোন হিসাবে ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *