সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ডিসেম্বর: খসড়া ভোটার তালিকায় বাঁকুড়া সদর বিধানসভা ক্ষেত্রে ২২ হাজারের অধিক নাম বাদ গেল। বাঁকুড়া জেলাতে বাদ গেল প্রায় দেড় লক্ষ ভোটারের নাম। জেলা নির্বাচন দপ্তর প্রকাশিত খসড়া তালিকায় এক লক্ষ বত্রিশ হাজার আটশো একুশ জনের নাম বাদ পড়েছে।
জেলায় মোট ভোটার ছিল ৩০,৩৩,৮২৩। এসআইআর ফর্ম পূরণের পর তা কমে দাঁড়িয়েছে ২৯,০১,০০৯। খসড়া ভোটার তালিকায় বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্র উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছে ২২ হাজারের অধিক নাম। পূর্বে নাম ছিল ২,৮১,৩৪৬ ভোটারের। এসআইআর ফর্ম পূরণের পর তা কমে দাঁড়িয়েছে ২,৫৬,৯৯১।
জেলার বাকি ১১টি বিধানসভা কেন্দ্র যেখানে দশ- বারো হাজার নাম বাদ পড়েছে, যেমন– ইন্দাস, সোনামুখী, কোতুলপুর, তালডাংরায় আরো কম। সেখানে সদর বিধানসভা কেন্দ্রে তা বেড়ে প্রায় দ্বিগুণ। এনিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। বাদ পড়া ভোটারের মধ্যে মৃত, অন্যত্র চলে যাওয়া ভোটারও রয়েছে। জেলা নির্বাচন কমিশন সূত্রে আরো জানানো হয়েছে যে, যে সকল বৈধ ভোটারের নাম নেই তারা আবেদন করতে পারেন খসড়া তালিকা প্রকাশের দিন থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত।
এদিকে খসড়া ভোটার তালিকায় বাঁকুড়া জেলার মতো এলাকায় প্রায় দেড় লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়ায় শাসক বা বিরোধী দলের কোনও মন্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক শাসক দলের এক নেতা বলেন, পুঙ্খানুপুঙ্খ না দেখে মন্তব্য করা ঠিক নয়।

