আমাদের ভারত, ২৮ আগস্ট: “বিশিষ্ট সাহিত্যিক ও প্রথিতযশা রম্যলেখক শিবরাম চক্রবর্তী মহাশয়ের প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “তাঁর রচনায় যেমন ফুটে উঠেছিল অমলিন হাস্যরস, তেমনি প্রকাশ পেয়েছিল সহজ-সরল জীবনদর্শন ও মানবিকতার অমোঘ বার্তা। হাস্যরসের আবরণে মানবজীবনের সহজ সত্যকে উপস্থাপনের বিরল ক্ষমতাই তাঁকে আজও পাঠকমনে অমলিন ও অমর করে রেখেছে। বাংলা সাহিত্য তাঁকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”