Shashi Panja, Bankura, ট্রপিক্যাল অফ মেডিসিনের ঘটনার তীব্র নিন্দা ডাঃ শশী পাঁজার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ জুলাই: কলকাতার ট্রপিক্যাল অফ মেডিসিনে ঘটনার তীব্র নিন্দা করলেন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ শশী পাঁজা। আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তার অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই অ্যাসোসিয়েশন তৈরী করেছেন। এখানে স্বাস্থ্য পরিষেবায় রোগী এবং চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সকলের যোগ্য সম্মান বজায় বজায় থাকে। ট্রপিক্যাল অফ মেডিসিনের বিভাগীয় প্রধানের সঙ্গে যে দুর্ব‍্যবহার করা হয়েছে সেই ঘটনার নিন্দা প্রকাশ করে তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক।

সম্প্রতি ওড়িশায় বাংলার কয়েকজন পরিযায়ী
শ্রমিককে বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করার ঘটনা সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকেই বিভিন্ন রাজ্যে শ্রমিকরা কাজে যায়। এরাজ্যেও ভিন রাজ্য থেকে শ্রমিকরা আসে। তেমনি বাংলা থেকেও ভিন রাজ্যে কাজে যায়। ওড়িশায় কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করা অত্যন্ত নিন্দনীয়। ভারতে যে সব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে এরকম ঘটনা ঘটছে। জাত পাত ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এগুলো ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আয়োজিত সভায় তিনি প্রদীপ জ্বালিয়ে সভার সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে সম্মিলনী কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু, হাসপাতাল সুপার ডাঃ অর্পণ গোস্বামী, সাংসদ অরূপ চক্রবর্তী, পুরপ্রধান অলকাসেন মজুমদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *