স্কটল্যান্ডে চিকিৎসা ক্ষেত্রে বড় দায়িত্বে দুর্গাপুরের মেয়ে রেশমি

আমাদের ভারত, ৭ ফেব্রুয়ারি: সারা বিশ্বে ভারতীয় মেধার সমাদর আগেও ছিল এখন তা আরও ক্রমবর্ধমান। আমেরিকা, ব্রিটেনের মত বহু দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্নায়ক স্থানে আজ যোগ্যতা প্রমাণ করে স্বমহিমায় প্রতিষ্ঠিত বহু ভারতীয়। সম্প্রতি ইউনাইটেড কিংডমের স্কটল্যান্ডের হেলথ কেয়ার নেটওয়ার্কের স্ত্রীরোগ ও শিশু বিভাগের ডায়েরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতীয় চিকিৎসক রেশমি ঝা। ডঃ রেশমি পশ্চিমবঙ্গের মেয়ে। তার বেড়ে ওঠা দুর্গাপুরে।

রেশমি প্রথম একজন এশিয়ান এবং ভারতীয় যিনি এই পদে নিযুক্ত হলেন। তিনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সারভাইক্যাল ক্যান্সরের চিকিৎসক।

চিকিৎসক রেশমির বাবা জীবেশ ঝা পেশায় ইঞ্জিনিয়ার, দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা ডিজিএম পদে কর্মরত ছিলেন। রেশমির শৈশব কেটেছে দুর্গাপুরেই । সে দুর্গাপুরের কার্মেল কনভেন্ট স্কুলের ছাত্রী। ১৯৮৭তে সে মুম্বাইয়ে আর্মড ফোর্স মেডিকেল কলেজ তিনি ভর্তি হন ডাক্তারি পড়ার জন্য । সেখানে তিনি বেস্ট মহিলা কেডেটের আওয়ার্ড পান। এরপর তিনি নেভাল মেডিকেল অফিসার হিসেবে কাজ করেন। তিনি “সুমতি হেল্থের” অন্যতম পুরোধা।

২০০৪ সালে রেশমি নিজের স্বামী দেবজিতের সাথে স্কটল্যান্ডে থাকতে শুরু করেন। সেখানেই প্র্যাকটিসও করতে থাকেন লন্ডনের এন এইচ এস হসপিটালে। নিজের যোগ্যতার পরিচয় তিনি সেখানেও দেন। উত্তরোত্তর তার উন্নতি ঘটে। একাধিক সম্মানও তিনি পান সেখানে। তবে এবার তিনি ইউনাইটেড কিংডমের স্কটল্যান্ডের হেলথ কেয়ার নেটওয়ার্কের স্ত্রীরোগ ও শিশু বিভাগের ডায়েরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন, যা ভারতীয় হিসেবে অবশ্যই একটা মাইল ফলক।

রেশমির স্বামী দেবজিতও পেশায় একজন চিকিৎসক। রেশমির ছেলে তনয়ও ডাক্তারি পড়েছেন। রেশমি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একজন বিশেষ অনুরাগীও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *