Amit Shah, shyama prasad mukherjee, “ঐক্য ও অখণ্ডতার লড়াইয়ে ডক্টর মুখার্জিকে অবশ্যই স্মরণ করা হবে”, শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ৬ জুলাই: ‘উজ্জ্বল জাতীয়তাবাদী চিন্তাবিদ’ অভিধায় আখ্যা দিয়ে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার অমিত শাহ এক্স-বার্তায় লেখেন, “বাংলাকে দেশের একটি অংশ রাখার জন্য তাঁর সংগ্রাম হোক বা জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার হোক, ‘এক চিহ্ন, এক প্রধান, এক সংবিধান’-এর অখণ্ডতার জন্য তাঁর সংগ্রাম।

দেশের প্রত্যেক ভারতীয় তাঁর অনন্য প্রচেষ্টার জন্য তাঁর কাছে ঋণী। ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, যিনি জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে আদর্শিক বিকল্প দিয়েছিলেন, তিনি দীর্ঘকাল জাতির প্রথম পথের পথপ্রদর্শক হয়ে থাকবেন। আমি উজ্জ্বল জাতীয়তাবাদী চিন্তাবিদ ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। যখনই দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য লড়াইয়ের কথা বলা হবে, ডক্টর মুখার্জিকে অবশ্যই স্মরণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *