নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ জুলাই : যৌথ কর্মসূচিতেই পালন হল ড: বিধানচন্দ্র রায়ের জন্মদিন। বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন হল কলকাতার কংগ্রেসের রাজ্য সদর দফতরে। প্রদেশ কংগ্রেসের অনুষ্ঠানে জোট বার্তা দিতে উপস্থিত ছিলেন বাম নেতারা। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী, আরএসপি নেতা মনোজ ভটাচার্য সহ বামফ্রন্টের শীর্ষ নেতারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বর্তমান অবস্থায় কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে যৌথ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন বাম, কংগ্রেসের রাজ্য নেতারা। তবে এতদিন সিপিএম নেতারা রাস্তায় আন্দোলনে কংগ্রেসের পাশে ছিলেন। কিন্তু এদিন সারাসরি বিধানভবনে গিয়ে কংগ্রেসের কর্মসূচিতে যোগ দিলেন। তারসঙ্গে কংগ্রেস কর্মীদের বাম নেতাদের বার্তা আগামীদিনে সব কর্মসূচিতেই থাকবে যৌথ নেতৃত্ব।
রাজনৈতিক মহলের বক্তব্য সামনে ২০২১। তার আগে অবশ্য রাজ্যের পুরভোট। আর পুরভোটে তৃণমূলের মোকাবিলা করতে হলে যৌথ কর্মসূচি ছাড়া উপায় নেই বাম, কংগ্রেস নেতৃত্বর। এমনকি এরাজ্যের মাটিতে বিজেপির বাড়বাড়ন্ত আটকাতে গেলেও বাম, কংগ্রেসের জোট জরুরি। তাই নিচু তলায় জোট বার্তা দিতেই বিধান রায়ের জন্মদিনকে বেছে নিলেন সোমেন মিত্র, সুজন চক্রবর্তীরা।