Ambedkar, Arambagh, ড: বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত হলো আরামবাগে

আমাদের ভারত, আরামবাগ, ৬ ডিসেম্বর: ভারতের অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ড: বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস হুগলির আরামবাগে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো। উল্লেখ্য, তিনিই ছিলেন ভারতবর্ষের দলিত আন্দোলনের প্রধান নেতা। স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন ড: বি আর আম্বেদকর। তাঁর সম্পূর্ণ নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর।

বি আর আম্বেদকর ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পথিকৃত ছিলেন। তিনি মধ্যপ্রদেশের তৎকালীন ব্রিটিশ অধিকৃত মোহ অঞ্চলের একটি দলিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শুক্রবার আরামবাগের গৌরহাটি মোড়ে ড: বি আর অম্বেদকরের ৬৯তম প্রয়াণ দিবস পালিত হয়। যার আয়োজন করেছিল অল বেঙ্গল দলিত কল্যাণ সমিতির হুগলি জেলা কমিটির সভাপতি ভোলানাথ ঘোষ।

এদিন আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জাপন করেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, কাউন্সিলর সোমা পন্ডিত, বিশ্বনাথ চ্যাটার্জি, রথীন্দ্রনাথ দাস, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি, সহসভাপতি অর্ঘ্য কুশারী, বিকাশ দে থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *