জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ অক্টোবর: বিজয়া দশমীর পরের দিনই ফের দুঃসংবাদ মেদিনীপুরবাসীর জন্য। শহরের প্রবীণ চিকিৎসক ডঃ অমল রায়ের মৃত্যু হল করোনায় আক্রান্ত হয়ে। যদিও পেশাগত সূত্রে তিনি সিউড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ছিলেন। বাড়ি মেদিনীপুর শহরের কে.ডি কলেজ অফ কমার্সের গলিতে। আজ মঙ্গলবার ভোরে সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুরে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, চিকিৎসক মহল।
ডাঃ অমল রায় (বয়স আনুমানিক ৫০-৫৫) সিউড়ি জেলা হাসপাতালে (সদর হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতালে) কর্মরত ছিলেন। করোনায় সংক্রমিত হওয়ার পর, তিনি বোলপুরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাঁকে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে কিছুদিন চিকিৎসা চলার পর, কিছুটা সুস্থ হলে, তাঁকে দিন কয়েক আগে (পুজোর আগেই) মেদিনীপুরে নিজের বাড়িতে নিয়ে আসেন পরিজনেরা। বাড়িতেই আইসোলেশনের ব্যবস্থা করে তাঁকে রাখা হয়েছিল বলে জানাগেছে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
এভাবে পুজোর ঠিক পরেই, আরও এক প্রথম সারির ‘করোনা যোদ্ধা’ র মৃত্যু’তে ফের শোকের ছায়া নেমে এল রাজ্যের প্রশাসনিক এবং চিকিৎসক মহলে।