নির্বাচনী প্রচারের শেষ দিনে কালিয়াগঞ্জে জনজোয়ারে ভাসলেন তৃণমূল সাংসদ দেব

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ নভেম্বর: কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনের প্রচারে এসে জনজোয়ারের ভাসলেন তৃণমূল সাংসদ তথা বাংলা সিনেমার অন্যতম সেরা নায়ক দীপক অধিকারী ওরফে দেব। কালিয়াগঞ্জবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের সার্বিক উন্নয়নের জন্য কালিয়াগঞ্জবাসীকে ঘাসফুল প্রতীকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন হার্টথ্রব দেব।

আগামী সোমবার কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। শনিবার ছিল প্রচারের শেষদিন। এই শেষ দিনের কালিয়াগঞ্জ শহরে প্রচারে ঝড় তুললেন অভিনেতা সাংসদ দেব। কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় থেকে রোডশো কালিয়াগঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিমুলতলা মাঠে গিয়ে শেষ হয়। অভিনেতা সাংসদ দেবের সাথে রোড শোয়ে অংশ নেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, প্রার্থী তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল। রোড শো শেষ করে ঘাটালের তৃণমূল সাংসদ শিমুলতলা মাঠে একটি জনসভাও করেন। রাজ্যের সার্বিক উন্নয়নের সাথে কালিয়াগঞ্জবাসীকে শরিক হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহকে ভোট দেওয়ার আবেদন করেন বাংলা সিনেমার অন্যতম নায়ক সাংসদ দেব অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *