রাজেন রায়, কলকাতা, ২২ অক্টোবর: মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ইতিমধ্যেই পুজোর ৪ দিনের অনলাইন বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার সপ্তমীর দিন থেকেই শহরে চলতে শুরু করবে ডবল ডেকার বাস। প্রথম দফায় সকাল ১১টা থেকে সাড়ে ১২টা এবং তারপর বেলা ১টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত। শুধু তাই নয়, শহরের হেরিটেজ বিল্ডিংগুলি ঘোরানোর পাশাপাশি প্রত্যেকদিন থাকবে আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃষ্টি হলে স্বচ্ছ আচ্ছাদন দিয়ে ঢেকে দেওয়ার বন্দোবস্তও থাকছে।
রাজ্য পরিবহণ দপ্তরের ওয়েবসাইট থেকে এই বাসে চড়ার জন্য অগ্রিম টিকিট বুক করা যাচ্ছে। গত সপ্তাহে নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরে দুটি ছাদ খোলা ডবল ডেকার বাসের উদ্বোধন করেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল, মহাকরণ, চিড়িয়াখানা, রেড রোড মিলেনিয়াম পার্ক সহ শহর কলকাতার একাধিক হেরিটেজ বিল্ডিং ঘুরিয়ে দেখাবে এই বাস।
আপাতত এই বাস দুটি থাকবে পর্যটন উন্নয়ন নিগমের গ্যারাজে। বাসের চালক ও কন্ডাক্টর দেবে আপাতত রাজ্য পরিবহণ দফতর।