SIR, East Midnapur, আজ থেকেই শুরু হলো বাড়ি বাড়ি এসআইআর- এর ফর্ম বিলি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ নভেম্বর: ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো এস আই আর- এর বাড়ি বাড়ি ফ্রম বিলি। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হলো এস আই আর- এর কাজ। সকাল থেকে ময়দানে নেমেছেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সাথে কথা বলে দেওয়া হচ্ছে এস আই আর ফর্ম৷

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের বহিচাড় গ্রামের ২০২ নম্বর বুথ লেভেল অফিসার নারায়ণ মান্না বলেন, সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছি। কিন্তু ফর্ম দিতে গিয়ে আমি খুব সমস্যায় পড়ে গেছি। যেখানে বয়স লিখতে হবে সেখানে ভোটারের এপিক কার্ডের বয়স লিখব, নাকি আধার কার্ডের বয়স লিখব? কারণ প্রায় মানুষেরই আধার কার্ডে এক বয়স আর ভোটার কার্ডে আরেক বয়স। মেয়েদের ক্ষেত্রে আরও বেশি সমস্যা, কারণ বাপের বাড়ি থেকে এখনো কেউ বাবা বা মায়ের ভোটার লিস্ট আনতে পারেননি কারণ তারা জানেন না, প্রচারের অভাব আছে বলে তিনি অভিযোগ করেন।

আবার একদিকে তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ২৬৬ নম্বর বুথ লেভেল অফিসার তন্ময় হুতাইদ বলেন, নির্বিঘ্নে ফর্ম বিলি চলছে। কোন সমস্যা হচ্ছে না। যারা বুঝতে পারছেন না, তাদের বুঝিয়ে বলে দিচ্ছি, কোথায় কি লিখতে হবে। ২৬৬ নম্বর বুথের একজন বাসিন্দা তাপস কুমার জানা বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশ আমরা মেনে চলবো। সমস্ত কাগজপত্র জমা দেবো। ২০০২ সালে হয়েছিল, আবার এই ২০২৫ সালে হচ্ছে। আবার হয়তো ১০-১৫ বছর পরে হবে। আমরা দেশের নাগরিক। দেশের স্বার্থে আমাদের মেনে নিতে হবে। এস আই আর- এর ফর্ম পূরণের কর্মসূচি চলবে ৪ই নভেম্বর ২০২৫ থেকে ৪ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *