Sukanta, Bangladesh, “দীপু চন্দ্র দাশের মৃত্যু যেন আরেকটি সংখ্যায় পরিণত না হয়,” বাংলাদেশ নিয়ে হুঁশিয়ারি সুকান্তর

আমাদের ভারত, ২১ ডিসেম্বর: “দীপু চন্দ্র দাশের মৃত্যু যেন আরেকটি সংখ্যায় পরিণত না হয়। এই আগুন যেন আমাদের বিবেকেও আগুন জ্বালিয়ে দেয়। আজ প্রতিবাদ না করলে, আগামীকাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না।” রবিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “একজন হিন্দু হিসেবে আজ আমি গভীরভাবে ব্যথিত, অপমানিত এবং ক্ষুব্ধ। দীপু চন্দ্র দাশ—একজন গরিব, নিরস্ত্র, হিন্দু—শুধু তাঁর ধর্মীয় পরিচয়ের জন্য তাঁকে নির্মমভাবে হত্যা করা হল। পিটিয়ে, গাছে ঝুলিয়ে, জীবন্ত পুড়িয়ে মারার মতো পাশবিকতা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। অথচ আমাদের চোখের সামনে, আমাদেরই প্রতিবেশী দেশে এই বর্বরতা ঘটছে।

এই মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়—এটি মানবতার মৃত্যু। এটি সংবিধান, মানবাধিকার এবং সভ্যতার উপর সরাসরি আঘাত। বাংলাদেশে আজ হিন্দু পরিচয় অপরাধে পরিণত হয়েছে। হিন্দুদের ঘরবাড়ি দখল, মন্দির ভাঙ্গচুর ও অপবিত্রকরণ, নারী অপহরণ, ধর্ষণ ও ধর্মান্তকরণের অভিযোগ বারবার উঠে আসছে। নীরবতার সুযোগে একটি সংখ্যালঘু সম্প্রদায়কে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে—এটা অস্বীকার করার আর জায়গা নেই।

এই লেখা কোনো ধর্মের বিরুদ্ধে নয়— এই লেখা নির্যাতনের বিরুদ্ধে, এই লেখা অন্যায়ের বিরুদ্ধে, এই লেখা হিন্দুদের বেঁচে থাকার অধিকারের পক্ষে।

আমরা প্রতিশোধ চাই না— আমরা চাই ন্যায়,
আমরা চাই নিরাপত্তা, আমরা চাই সংখ্যালঘু হিন্দুদের মানবিক মর্যাদা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *