সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জুলাই: বিগত দু’মাস ধরে রেশনের খাদ্য সামগ্ৰী না পেয়ে রেশন ডিলারকে ঘেরাও করে রাখে ক্ষুব্ধ গ্ৰাহকরা। এই ঘটনাকে কেন্দ্র করে আজ শালতোড়ার নেতাকমলা গ্ৰামে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে উত্তেজনা চরমে ওঠে। তারপরে হাজির হন শালতোড়ার বিডিও। তিনি সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন। গ্ৰামবাসীদের কাছে বকেয়া রেশন সামগ্ৰী সরবরাহ করার মুচলেকা দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আজ সকালে শালতোড়ার নেতকামলা গ্ৰামে এই ঘটনা ঘটে। এই গ্ৰামে নায্যমূল্যের দোকান থেকে নেতকামলা সহ চাঁদলা, বড়কনা গ্ৰামের প্রায় আড়াই হাজার পরিবার রেশন সামগ্ৰী পেয়ে থাকে। কিন্তু গত দু’ তিন মাস ধরে গ্ৰাহকদের প্রাপ্য খাদ্য সামগ্ৰী রেশন ডিলার মহেশ্বর টুডু দিচ্ছেন না বলে গ্ৰামবাসীদের অভিযোগ। আজ সকালে রেশন ডিলার দোকান খুলতে এলে গ্ৰামবাসীরা তাকে ঘেরাও করে রাখে।
গ্ৰামবাসী দশরথ বাউরি বলেন, রেশনের টোকেন দেওয়ার পরেও মালপত্র না দেওয়াতেই এই ঘটনা ঘটে। আজ বিডিও’র উপস্থিতিতে মুচলেকা দিয়ে বকেয়া মালপত্র দেওয়ার অঙ্গীকার করলে পরিস্হিতি স্বাভাবিক হয়।