বিভ্রান্ত হবেন না! ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধের নোটিশ ভুয়ো বলে ঘোষণা পিআইবির

রাজেন রায়, কলকাতা, ২ নভেম্বর: আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর থেকেই স্কুল খােলা নিয়ে ফের বিভ্রান্তি শুরু হয় পড়ুয়াদের মধ্যে। সােমবার সব জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরাে (পিআইবি) জানাল, এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি। এই খবরটি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।

সােশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই রিপাের্টে দাবি করা হয়েছিল, বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনা সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দুর্যোগ মােকবিলা আইন, ২০০৫ এর ধারা মোতাবেক ১০ (২) (১) এর অধীনে স্বরাষ্ট্র মন্ত্রকের ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ১ ডিসেম্বর জানিয়ে দেওয়া হবে, কবে স্কুল খুলবে। এদিন এই রিপাের্ট খারিজ করে টুইট করে সরাসরি পিআইবি জানায়, স্কুল খােলা নিয়ে সােশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ভুয়াে খবর ছড়ানো হয়েছে। এই খবরে কান দেবেন না।

এদিন প্রেস ইনফরমেশন ব্যুরে জানায়, স্কুল খােলা নিয়ে এই ধরনের কোনও নির্দেশিকা জারি করা হয়নি৷ বরং স্কুল খােলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাজ্যগুলির হাতেই রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনলক ৬ যে গাইড লাইন জারি করা হয়েছে, তাতে বলা হয়েছিল, আনলক ফাইভের নির্দেশিকাই ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। স্কুল খােলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *