জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ অক্টোবর: শনিবার বিকেলে শুভেন্দু অধিকারী মেদিনীপুর শহরে একটি বিজয়া সম্মিলনীতে যোগ দেন। মেদিনীপুর ক্লাব সমন্বয় কমিটির এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবনের সংগ্রামের কিছু কথা বলেন।
তিনি তাঁর অনুগামীদের উদ্দেশ্যে জানান, তিনি নিজে কিছু না বলা পর্যন্ত সংবাদপত্রের খবরে প্রভাবিত বা বিভ্রান্ত হবেন না।নন্দীগ্রাম আন্দোলন লক্ষ্মণ শেঠের উত্থানপতন বিষয়ে কিছু ইঙ্গিতপূর্ণ উদাহরণ টেনে তিনি এদিন ক্ষমতার প্রকৃত ব্যবহারের সুফল এবং অপব্যবহারের কুফলের দিকগুলি তুলে ধরে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেন। এদিনের বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে মেদিনীপুর শহরের গরিব ও দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যু দিন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শুভেন্দুবাবু।