আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ভারতের বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনা বজায় রাখার অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। শনিবার সকাল সকাল কড়া জবাব পেলেন তিনি। রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি পেটেল গেহেলট বলেন, যুক্তিহীন নাটক সাজাবেন না। গোটা বিশ্ব জানে পাকিস্তান কী করে। সারা বছর ভারতের বিরুদ্ধে জঙ্গি নাশকতা চালিয়ে যুদ্ধ উন্মাদনা চালিয়ে যায়।
ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দু’দিন ধরে ফুরফুরে মেজাজে ছিলেন পাক প্রধানমন্ত্রী। কারণ আগের দিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। হোয়াইট হাউসে তার পিঠ চাপড়ে দিয়েছেন ট্রাম্প। দেখা গেছে রাষ্ট্রসঙ্ঘে তার বক্তব্যের সময় ভারত-পাক যুদ্ধ নিয়ে ট্রাম্পের কথাগুলিই বলেছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুদ্ধ বিরতি উপেক্ষা করে ভারত যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে বলে অভিযোগ করেন।
কিন্তু এক্কেবারে সময় নষ্ট না করেই এর কড়া জবাব দেয় ভারত। পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েক ঘন্টা পরেই রাষ্ট্রসঙ্ঘে তার অভিযোগের জবাব দিতে ওঠেন ভারতের প্রতিনিধি।
নয়াদিল্লি স্পষ্ট ভাষায় বলে, পাকিস্তান হলো সেই দেশ যারা জঙ্গি সরবরাহ করাকে তাদের বিদেশ নীতির অংশ করে তুলেছে। পেহেলগাম থেকে শুরু করে একাধিক ঘটনায় পাকিস্তানের জঙ্গী যোগ সামনে এসেছে।
ওসামা বিন লাদেনের প্রসঙ্গ টেনে ভারতের প্রতিনিধি গেহেলট আরও বলেন, এমন সন্ত্রাসবাদিকেও পাকিস্তান আশ্রয় দিয়েছিল। যে ব্যক্তি গোটা বিশ্বের জন্যই বিপদজনক। তিনি বলেন, দুর্ভাগ্যের হলো স্বয়ং পাক প্রধানমন্ত্রী পর্যন্ত জঙ্গিদের মহিমান্বিত করতে নেমে পড়েছেন।

