চোখ রাঙাচ্ছে করোনা! মাস্ক বিধি ফিরিয়ে আনার পরামর্শ কেন্দ্রের

আমাদের ভারত, ২১ ডিসেম্বর: তিন বছর আগে যে চিন থেকেই করোনা ছাড়াতে শুরু করেছিল। আবারও সেখানেই চোখ রাঙাচ্ছে এই মারন ভাইরাস। এই পরিস্থিতিতে সতর্ক হয়েছে ভারত। স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আবারও মাস্ক বিধি ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

সামনে বড়দিন ও নতুন বছর উদযাপনের মতো বড় বড় উৎসব রয়েছে। তার আগেই কেন্দ্রীয় সরকারের তরফে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য সচিবের চিঠিতে লেখা হয়েছে ভাইরাসের চরিত্র বুঝতে হবে। করোনার কোনো নতুন প্রজাতি এসেছে কিনা তা খুঁজে বের করতে হবে। বুধবারে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

পাশাপাশি নীতি আয়োগের তরফে ভিকে পাল জানিয়েছেন, যদি আপনি কোনো জমায়েতে যান তাহলে অবশ্যই মাস্ক পড়ুন। সেই জমায়েত বাইরে হোক কিংবা ভেতরে। কমবয়সী বেশি বয়সী প্রশ্ন নয় সকলেই এই নিয়ম মেনে চলুন।

একই সঙ্গে সবাইকে প্রিকোয়েশন ডোজ নিতে বলা হচ্ছে। এখনও পর্যন্ত ভারতে মোট জনসংখ্যার ২৭ থেকে ২৮ শতাংশে করোনা প্রতিরোধে প্রিকোয়েশন ডোজ নিয়েছেন। অতি অবশ্যই করা সকলের এই ডোজ নেওয়া দরকার।

আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, চিনে অনেকটাই বেড়েছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে উৎসবের আবহে বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

২০২০ সাল থেকে করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত গোটা দেশ। লকডাউনের সময় এক ভয়ংকর সময় কাটিয়েছে মানুষ। ফলে আবারও সেই লকডাউনে যাওয়ার চিন্তাই নতুন করে আশঙ্কা তৈরি করেছে মানুষের মনে। বিশেষজ্ঞদের মতে শীতে সংক্রমনের গতি বৃদ্ধি করবে করোনা। আগামী মাসের মধ্যে কয়েক লক্ষের আক্রান্ত সম্ভাবনার কথা বলা হয়েছে সংবাদ সংস্থা রাইটার্স প্রকাশিত প্রতিবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *