Yunus, Bangladesh, নিজেদের সংখ্যালঘু সংখ্যালঘু বলবেন না, আর্জি ইউনুসের

আমাদের ভারত, বাংলাদেশ, ১৩ আগস্ট: “নিজেদের সংখ্যালঘু, অমুক-তমুক বলে শ্রেণিবিভাগ না করে বলুন, আমরা এই দেশের মানুষ, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা হোক। সব সরকারের কাছে এটা চাইতে হবে।”

মঙ্গলবার সংখ্যালঘুদের এক সমাবেশে এ কথা বলে বাংলাদেশের হিন্দুদের স্পষ্ট বার্তা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি বলেন, সংখ্যালঘু সংখ্যালঘু করবেন না। খোপের মধ্যে ঢুকে যাবেন না। তাহলেই গন্ডগোল বাধবে।

শেখ হাসিনার বিদায়ের পর থেকেই নৈরাজ্যর পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে। যার বড় মাসুল দিতে হয়েছে হিন্দু-সহ সেই দেশের সংখ্যালঘুদের। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরও তার অবসান হয়নি। এর মধ্যে গর্জে উঠেছেন হিন্দুরা। ঢাকায় মিছিল করে জমায়েত করে এই অত্যাচার বন্ধের ডাক দিয়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতে, এদিন ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরে যান ইউনুস। মাইনোরিটি রাইটস মুভমেন্টের ৫ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *