আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ এপ্রিল: ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মোকাবিলায় অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলো ঝাড়গ্রাম জেলার কুলটিকরি টিচার ট্রেনিং ইনস্টিটিউট অফ হায়ার স্টাডিজ (কুলটিকরি বিএড ও ডিএড কলেজ)। বুধবার কলেজ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল “পি এম কেয়ার্স”এ কুলটিকরি টিচার ট্রেনিং ইনস্টিটিউট অফ হায়ার স্টাডিজের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কলেজ কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে ৭৫ হাজার টাকা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কুলটিকরি শাখার মাধ্যমে কলেজের সভাপতি মমতা বারিক পাঠান। শ্রীমতী বারিক এই অসময়ে সকলকেই সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষদের পাশে থাকার ও বাড়িতে থাকার আর্জি জানান এবং সবার কুশল কামনা করেন।