আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২৮ ডিসেম্বর: কাজের বিনিময়ে বস্ত্র। এভাবেই এবার শীতবস্ত্র সহ অন্যান্য পোশাক, জুতো গ্রামবাসীদের হাতে তুলে দিল বীরভূমের স্বেচ্ছাসেবী সংস্থা মল্লারপুরে নইশুভা।

দিন দু’য়েক ধরে এলাকার বিভিন্ন গ্রামে পৌঁছে গ্রামবাসীদের দিয়ে এলাকার কাজ করিয়ে তাদের হাতে একটি প্যাকেট তুলে দিচ্ছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। সেই প্যাকেটে থাকছে কম্বল, শতরঞ্জি, সোয়েটার, জ্যাকেট, জুতো, শাড়ি, জামা, প্যান্ট, চিরুনি, নেল কাটার, পাতুনচি। রবিবার বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের মাঠমহুলা, আদিবাসী গ্রাম মাঝিপাড়া, হরিগড়িয়া, নদীয়াপাড়া, দিঘিরপাড়া এলাকায় গিয়ে গ্রামের নিকাশিনালা, রাস্তাঘাট সংস্কারের কাজ করিয়ে তাদের হাতে শীতবস্ত্রের প্যাকেট তুলে দেওয়া হয়।
নইশুভার সম্পাদক সাধন সিনহা বলেন, “দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা গুঞ্জ শীতবস্ত্রের প্যাকেট গুলি পাঠিয়েছে। আমরা তাদের শর্ত অনুযায়ী গ্রামের মানুষদের দিয়ে তাদের এলাকার উন্নয়নের কাজ করিয়ে শীতবস্ত্রের প্যাকেট তুলে দিচ্ছি। এরফলে তাদের গ্রামেরও উন্নয়ন হচ্ছে। সেই সঙ্গে শীতবস্ত্রও পাচ্ছেন। প্রতিবছর আমরা বিভিন্ন গ্রামকে বেছে নিয়ে এভাবেই কাজ করে থাকি।”

