অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ ফেব্রুয়ারি: মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত মহিলারা ক্যামোথেরাপী নেওয়ার পর নিজের মাথার চুল হারিয়ে অনেকটাই মানসিক অবসাদে ভোগেন। ক্যান্সার আক্রান্ত সেই সব মহিলাদের কথা ভেবে এগিয়ে এল সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ ফেসবুক গ্রুপের মহিলা সদস্যরা।
এদিন গ্রুপের উদ্যোগে মহিলাদের চুল সংগ্রহ করে ক্যান্সার আক্রান্তদের উদ্দেশ্যে দান করার কর্মসূচি নেওয়া হয়। এদিন ঝাড়গ্ৰাম শহরের বুকে আমারকার ভাষা আমারকার গর্ব’ ফেসবুক গ্রুপের পরিচালক মন্ডলীর সদস্য শ্বাস্বতী খুঁটিয়ার বাড়িতে গ্রুপের চারজন সুবর্ণলক্ষ্মী নিজের চুল দান করেন ক্যান্সার আক্রান্ত মহিলাদের উদ্যেশ্যে।
জানা গেছে, এদিন সুষমা বাগ, সোমা বাগ, সুতপা দাস, রাজশ্রী দাস নামে চারজন নিজের চুলের প্রায় ১ ফুটের বেশি দৈর্ঘের অংশ দান করেছেন। জানা গেছে, সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপের সদস্যদের এই চুল গ্রুপের মাধ্যমে পাঠানো হবে ক্যান্সার রোগীদের সাহায্যে কাজ করা সংগঠনগুলোর কাছে, যার মারফত রোগীরা চুল পাবেন।
এবিষয়ে আমারকার ভাষা আমারকার গর্ব ফেসবুক গ্রুপের অ্যাডমিন বিশ্বজিত পাল বলেন, আজ আমাদের ৪ জন সুবর্ণলক্ষ্মী এই কর্মসূচির সূচনা করলেন। ভবিষ্যতে এক বছরের মধ্য ১০০ জনকে চুল দান করা হবে।