সাথী প্রামানিক, পুরুলিয়া, ৬ মে: কোভিড ১৯ এর মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়াল পুরুলিয়ার একটি সংস্থা। মানবাজার ১ ব্লকের দয়ালডি গ্রামের
সিভিএসভিএলই সোসাইটি নামের ওই সংস্থাটি
পশ্চিমবঙ্গ রাজ্য জরুরি ত্রাণ তহবিলে ১৩ হাজার এক টাকা দান করল।
ওই সংস্থার পক্ষে ছুটু লাল মাহাতো জানান, রাজ্যে এই মহামারি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি আমরা। যে কোনও বিপর্যয় মোকাবিলার জন্য
সিভিএসভিএলই সোসাইটি রয়েছে। কিঞ্চিৎ পরিমাণ হলেও আমাদের সাধ্যের মধ্যে আন্তরিকতা মিশিয়ে এই অনুদান প্রদান করলাম।
মানবাজার-১ ভিডিও’র কাছে ত্রাণ তহবিলের ওই অনুদানের চেক তুলে দেন ওই সংস্থার কর্তা ব্যক্তিরা।