মারাত্মক গাফিলতি! করোনা রোগীর দেহ খুবলে খাচ্ছে কুকুর, ভিডিও ভাইরাল

আমাদের ভারত,১৩ আগস্ট: অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের সরকারি হাসপাতালের বাইরে করোনা রোগীর মৃতদেহ কুকুর আঁচড়াচ্ছে ও খুবলে খাচ্ছে। বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গেল মৃতদেহে কুকুরের অসংখ্য কামড়ানোর দাগ। এমনকি আধখানা কান টেনে খুবলে নিয়ে গেছে কুকুর। সোমবার ঘটনাটি সামনে আসে।

রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সের সামনে একটি সেল্টার হোম তৈরি করা হয়েছিল। গৃহহীনদের সেখানে আশ্রয় দেওয়া হতো । সেই আশ্রয়স্থলের সামনেই মৃতদেহ পড়েছিল।

হাসপাতালে নিরাপত্তারক্ষীরা দেখে রাস্তার কুকুর পড়ে থাকা দেহটি কামড়াচ্ছিল। কোনোক্রমে কুকুরদের তখন ছড়িয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির নাম কান্ত রাও।

এভাবে তার দেহ বাইরে পড়ে থাকা খবর জানতে পেরে হাসপাতালের সামনে প্রতিবাদ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয়রা। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তোলেন তারা। ঘটনায় হাসপাতাল সুপার তদন্তের নির্দেশ দেন। প্রশ্ন ওঠে কেন হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি ওই ব্যক্তিকে? কেনোই বা চিকিৎসা না করে তাকে শেল্টার হোমে ফেলে রাখা হয়েছিল।

হাসপাতালে রেকর্ডে দেখা গেছে, কান্ত রাও হাসপাতালে ভর্তি হননি। তার পরিবারের দাবি যে করণা পজিটিভ হওয়ার পর ৫ আগস্ট তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয়। তাহলে কেনো তাকে শেল্টার হোমে রাখা হল যেখানে গৃহহীনদের রাখা হয়। আর সেই জন্যেই সেখানে কোন চিকিৎসক তাকে চিকিৎসা পর্যন্ত করেননি।

হাসপাতালের এই চুড়ান্ত গাফিলতির ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার ঝড় উঠেছে। ঘটনায় নিন্দায় মুখর হয়েছেন চন্দ্রবাবু নাউডুও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *