আমাদের ভারত, ৩১ আগস্ট: আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য। নৃশংস ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের চারিদিকে
বিক্ষোভ মিছিল অব্যাহত। প্রতিদিন এই ঘটনার তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে। সেই প্রেক্ষাপটেই আবার বিস্ফোরক দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রথম থেকেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই অভিযোগকে আরো উসকে দিয়েছেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ না লেখার জন্য চিকিৎসকদের উপর চাপ দেওয়া হচ্ছিল।
সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে প্রথমে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। অভিযোগ উঠেছে, ঘটনায় আরো অনেকে জড়িত। তবে ধর্ষণ ও খুনের ঘটনার ২১ দিন পেরিয়ে যাওয়ার পরও দ্বিতীয় কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি। প্রথম থেকেই নির্যাতিতার পরিবার দাবি করে আসছেন, তাদের প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল, খুনের কথা বলা হয়নি। সুপ্রিম কোর্টও এনিয়ে সন্দেহ প্রকাশ করেছে। রাজ্য সরকার এই ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে। আরজিকরের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার দাবি করেছেন, নির্যাতিতার পরিবার এই খবর শুনে অসুস্থ হয়ে যেতে পারে, সেই কারণেই তিনি আত্মহত্যার কথা বলেছিলেন। আবার চাদর বদলের অভিযোগ থেকে থিক থিক ভিড়ের ভাইরাল ভিডিও নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। তার মধ্যেই সুকান্ত মজুমদার এই বিস্ফোরক অভিযোগ করেছেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দাবী করেছেন, ময়নাতদন্তের রিপোর্টে শেষ লাইনে লেখা আছে ধর্ষণ হয়েছে। সেই লাইনটা বাদ দিতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এন্ড কোম্পানি। তিনি বলেন, আমার কাছে এ বিষয়ে স্পষ্ট খবর আছে। তবে দু’জন মহিলা ডাক্তার যারা ময়নাতদন্ত করেছিলেন তারা বলেছিলেন এই লাইন বাদ দিলে আমরা সই করব না। এরজন্য আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই মহিলা ডাক্তারদের।
এর পাল্টায় সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছে তৃণমূলের তরফে বক্তব্য, এটি হল সুকান্তর বানানো গল্প।