রাজেন রায়, কলকাতা ১১ নভেম্বর: মাসখানেকের বেশি সময় পেরিয়েও বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাতে তাঁকে কুর্নিশ জানিয়েছেন একাধিক চিকিৎসক। একাধিক কো মরবিড উপসর্গ নিয়েও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি। তার বয়সে এই লড়াই করা সহজ নয় সেটা বলছেন চিকিৎসকরাই। কিন্তু তিনি সাহস দেখানোয় এবার ধীরে ধীরে সাহস দেখাচ্ছেন চিকিৎসকরা। বয়স জনিত কারণে যে অস্ত্রোপচারগুলি সাধারণত এড়িয়ে যাওয়া হয়, একের পর এক সেই অস্ত্রোপচারগুলি করে সুস্থতার পথে আনার চেষ্টা করছেন চিকিৎসকরা।
বুধবার সফলভাবে শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার তার প্লাজমাফেরেসিস করা হবে। আশা করা হচ্ছে, প্লাজমাফেরেসিস সফল হলে অভিনেতার আচ্ছন্নভাব ও অসংলগ্নতা অনেকটাই কেটে যাবে। পরিকল্পনা মতোই আজ তাঁর ট্রাকিওস্টোমি একদম সফলভাবে সম্পন্ন হয়েছে বুধবার রাতে মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে ৮৫ বছর বয়সী অভিনেতাকে, আপতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিনের অস্ত্রোপচার করেন নামী ইএনটি বিশেষজ্ঞ দীপঙ্কর দত্ত। অস্ত্রোপচার করে শ্বাসনালীতে (ট্রাকিয়া) ট্রাকিওস্টোমি টিউব স্থাপন করা হয়েছে। নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাসপ্রশ্বাস নিতে পারবেন তিনি।ট্রাকিওস্টোমি করার কারণে যে রক্তক্ষরণ, তা নিয়ন্ত্রণে রাখা সম্ভবপর হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, কিডনি তাঁর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এখনও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। এমনটাই আশা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কারণ, বেশিরভাগ নেফ্রোটক্সিক উপাদান কিডনি থেকে বের করে নেওয়া গিয়েছে। তবে রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে এখনও কিছু সমস্যা রয়েছে। শরীরের বাকি সমস্ত অঙ্গপ্রতঙ্গে কোনও সমস্যা নেই। নেই জ্বর। রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিক। প্লাজমাফেরেসিস পদ্ধতির পর সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে কিছুক্ষণের জন্য ভেন্টিলেশন থেকে বের করে আনার চেষ্টা করা হবে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।