আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মে: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ১ নম্বর ব্লকের হোমিওপ্যাথিক চিকিৎসক গ্রামের মানুষদের মধ্যে করোনা প্রতিরোধক ওষুধ বিলি করছেন। ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তিনি গ্রামবাসীদের হাতে করোনা প্রতিরোধক ওষুধ তুলে দিচ্ছেন। হোমিওপ্যাথি কাউন্সিল অফ ইন্ডিয়া ‘আর্সেনিক অ্যালবাম ৩০’ ওষুধটিকে করোনা প্রতিরোধক হিসেবে ঘোষণা করার পর ওষুধটি সম্পূর্ণ বিনামূল্যে গ্রামবাসীদের বিতরণ করার সিদ্ধান্ত নেন ওই ব্লকের গোহালডি-পাথরকুমকুমি গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক অনাদি সিং।
রবিবার তিনি ওষুধ বিতরণের কাজ শুরু করেছেন। এদিন সকাল থেকে তিনি গ্রাম দুটির প্রায় দেড়শ জন মানুষের হাতে প্রতিরোধক ওষুধ তুলে দিয়ে ওষুধটি খাওয়ার সঠিক প্রণালী জানিয়েছেন। অনাদি বাবু জানিয়েছেন, করোনা মহামারি প্রতিরোধের লক্ষ্যে এলাকার সমস্ত গ্রামবাসীকেই বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে।