নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ১ জুলাই, কোচবিহার: কোচবিহার জেলা জুড়ে পালিত হল চিকিৎসক দিবস। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজ এই দিনটি উদযাপন করা হয়। কোচবিহার শহরের এল দাস মোড়ে ডাক্তারবাবুদের সংবর্ধনা দেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা।
বিশ্বজুড়ে করোনা আবহে নিজেদের জীবন বিপন্ন করে যেভাবে ডাক্তারবাবুরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তাকে সম্মান জানানোর জন্যই এই উদ্যোগ বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেও আজ মর্যাদার সঙ্গে পশ্চিম বঙ্গের রূপকার তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে চিকিৎসক দিবস উদযাপন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার সরকারি মেডিকেল কলেজের সুপার ডাক্তার রাজীব প্রসাদ, এছাড়াও অন্যান্য চিকিৎসকরা।
এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিধান চন্দ্র রায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানানো হয়, কোচবিহার পৌরসভায় বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।