Doctors association, আর জি কর কান্ডে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত ও লক্ষ্যভ্রষ্ট করতে দুই সরকারই সমান উদ্যোগী, অভয়ার বাবার মন্তব্যের জবাব দিলো চিকিৎসক সংগঠন

আমাদের ভারত, ১২ আগস্ট: নবান্ন অভিযানে কেন তারা যাননি? সেই প্রশ্ন তুলে চিকিৎসকদের সংগঠনকে দোষ দিয়ে সরব হন অভয়ার বাবা। একইসঙ্গে তিনি অভিযোগ করে বলেছিলেন, চিকিৎসকদের সংগঠন সিপিএমের হয়ে রাজনীতি করছে। এবার এই বিষয়ে মুখ খুলল চিকিৎসক সংগঠন। পরিষ্কার ভাষায় তারা জানিয়ে দিল, তাদের সংগঠন কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়, বা কোনো রাজনৈতিক দলের সাহায্যকারী নয়।

মঙ্গলবার একটি বিবৃতি জারি করে চিকিৎসকদের সংগঠন। পরিষ্কার করে সেখানে তারা জানায়, এই মঞ্চ কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়। দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই সমস্ত রকম দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিবাদী মানুষ ও সংগঠনকে নিয়ে এই মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চের প্রাথমিক ও কেন্দ্রীয় লক্ষ্য তিলোত্তমার ন্যায়বিচার সুনিশ্চিত করা। আর যেন কোনো তিলোত্তমা না হয়, সেই লড়াই চালিয়ে যাওয়া।

চিকিৎসকদের সংগঠন দাবি করেছে, এটি একটি প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক হত্যা। বিবৃতিতে দাবি করা হয়েছে, এখনো পর্যন্ত ন্যায়বিচার না পাওয়াটাও সম্পূর্ণ রাজনৈতিক। বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা বা লক্ষ্যভ্রষ্ট করার জন্যই উভয় সরকার একই রকম ভাবে উদ্যোগী।

একই সঙ্গে বিবৃতিতে আরো বলা হয়েছে, এই সংগঠন তিলোত্তমার মা ও বাবার লড়াইকে কুর্নিশ জানায়। কাঁধে কাঁধ মিলিয়ে সঠিক বিচার আনার জন্য চিকিৎসকদের এই সংগঠন তাদের সঙ্গে লড়াইতে আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি ১৪ আগস্ট রাত দখলের ডাক দেওয়া হয়েছে এই মঞ্চের তরফে।

গত শনিবার অভয়ার ন্যায় বিচারের দাবিতে তার বাবা- মা নবান্ন অভিযানের ডাক দেন। সেই অভিযানে তৃণমূল বাদে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান তারা। তবে দেখা যায় বিজেপি বাদ দিয়ে কোন রাজনৈতিক দল এই অভিযানে অংশগ্রহণ করেনি। ছিল না চিকিৎসকদের সংগঠনও। এই নিয়ে মুখ খুলেছিলেন তিলোত্তমার বাবা। তিনি বলেছিলেন, পরিষ্কার বোঝা যাচ্ছে চিকিৎসকদের সংগঠন সিপিএমের হয়ে রাজনীতি করছে। মঙ্গলবার চিকিৎসক সংগঠনের তরফে তারই পাল্টা উত্তর দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *