করোনা আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম না পেয়ে আতঙ্কে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা, অভিযোগ দিলীপ ঘোষের

আমাদের ভারত, মেদিনীপুর, ৬ এপ্রিল: হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম না পেয়ে আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলার পর তিনি বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা চিকিৎসার জন্য লক্ষ লক্ষ সামগ্রি দেওয়ার কথা ঘোষণা করলেও করোনা চিকিৎসায় যেসব চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। তাদের কাছে করোনা আক্রান্তদের চিকিত্‍সার জন্য উপযুক্ত ইকুইপমেন্ট পৌছচ্ছে না। কলকাতা সহ বিভিন্ন জায়গার হাসপাতালে নার্স, স্বাস্থ্যকর্মীরা এজন্য বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। 

দিলীপ ঘোষ জানান, তিনি ১০০টি পিপিই কিট আনিয়েছেন, তারই নমুনা আজ প্রিন্সিপালের হাতে তুলে দিয়েছেন তিনি। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, অন্যান্য রাজ্যে করোনা ভাইরাস আটকাতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধু টাকার কথা বলছেন কিন্তু কোনও ব্যবস্থা এখনো হয়নি। কতজন মারা গেছে, কতজন আক্রান্ত, সেই নিয়ে মানুষকে অন্ধকারে রাখছে এই সরকার। বলে দেওয়া হয়েছে যে মারা যাক, নিউমোনিয়া লিখতে হবে। এভাবে তথ্য গোপন করলে মানুষের মধ্যে ভয়ভীতি আরো বাড়বে। তিনি সরকারের কাছে আবেদন করেন, মানুষকে সত্য জানতে দিন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উভয়েই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে, কিন্তু রাজ্য সরকার যদি স্বীকারই না করে, মৃত্যুর কারণ করোনার পরিবর্তে অন্য কিছু লেখা হয়, তাহলে সেই ব্যক্তিটি ক্ষতিপূরণ পাবেন কি করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *