আমাদের ভারত, রামপুরহাট, ১৭ এপ্রিল: শুধু চিকিৎসা করাই নয়, এক রোগিণীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন চিকিৎসক।
জানা গিয়েছে রক্ত শূন্যতা নিয়ে রামপুরহাটের বাসিন্দা মালতি কেশরী ভর্তি হন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর “ও” নেগেটিভ রক্তের প্রয়োজন। কিন্তু ওই গ্রুপের রক্ত মিলছিল না। খবর পেয়ে সক্ত সংগ্রহে উদ্যোগী হয় বীরভূম ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। তাদের আবেদনে সাড়া দেন রামপুরহাটের বিশিষ্ট শল্য চিকিৎসক আবু নাসিম। তিনি বেসরকারি নার্সিংহোমে অপারেশন সেরে পৌঁছে যান রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। সেখানে রক্ত দিয়ে ওই মহিলার প্রাণ বাঁচান।
চিকিৎসক নাসিম বলেন, “আমি এক রোগীর অপারেশন করছিলাম। আমি যখন খবর পাই বিশেষ গুরুপের রক্ত প্রয়োজন। তখন আর বসে না থেকে সোজা পৌঁছে যাই হাসপাতালে। আমরা চিকিৎসক ছাড়াও মানুষ তো। তাই রক্তের অভাবে কেউ মারা যাবে এটা হতে পারে না। তাই মনুষ্যত্বের কারণে হাসপাতালে গিয়ে রক্ত দিলাম”।