রাজেন রায়, কলকাতা, ২০ অক্টোবর: বিধানসভা ভোটের আগে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপিশাসিত একটি রাজ্যে ভয়াবহ ধর্ষণের ঘটনায় গোটা দেশ ক্ষুব্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। আপনারা নোংরা রাজনীতি করছেন। আমাদের মেয়েদের সুরক্ষায় একসঙ্গে কাজ করা উচিত।”
সোমবার ওই বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এপ্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বাংলার পরিস্থিতি সত্যিই খুব উদ্বেগের। বিরোধীদের হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় বোমার কারখানা রয়েছে। তবে এখনই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা রয়েছে কিনা, তা এখানে বসে বলতে পারব না।” এই নিয়ে সোমবার রাতেই তৃণমূল যুব সভাপতি প্রশ্ন তুলে বলেছিলেন, ‘রাজ্যে বোমা কারখানার তথ্য আছে, কিন্তু পরিযায়ী শ্রমিকদের তথ্য নেই। ‘এবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন পার্থ।
ওই চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সঙ্গত কারণেই বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আমফানের ত্রাণের টাকা নিয়ে চরম দুর্নীতি হয়েছে।” বিরোধী রাজনৈতিক দলগুলির উপর অত্যাচার করছে শাসক তৃণমূল, এমনই অভিযোগ অমিত শাহের। এপ্রসঙ্গে তিনি বলেন, “ভারতের আর কোনও রাজ্যে পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি নেই। বাংলায় বিরোধীদের উপর অনবরত আক্রমণ চলছে। বিরোধীদের খুন করা হচ্ছে। মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হচ্ছে।”