সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ ডিসেম্বর: বিধানসভা অধিবেশন চলছে, সেই কারণে ভবানী ভবনের রাজ্য সিআইডি দপ্তরে আজ হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজিরা দিতে পারবেন না বলে সংশ্লিষ্ট
দপ্তরকে ই-মেইল মারফত জানিয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা। বিশেষ সুযোগে কল্যাণীর এইমসে নিজ কন্যা মৈত্রী দানাকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে বাঁকুড়া সদর কেন্দ্রের এই বিজেপি বিধায়ককে তলব করে সিআইডি। ইতিপূর্বে এই অভিযোগে নিলাদ্রীবাবুকে সিআইডি জেরা করে। ফের তাকে জেরা করতে চেয়ে সিআইডি চিঠি পাঠায়। আজ সেই দিনটি নির্ধারিত ছিল।কিন্তু বিধানসভা অধিবেশনের জন্য তিনি আজ উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন।
নিলাদ্রীবাবু বলেন, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে তৃণমূল অযথা অভিযোগ করেছে। আমি সবসময় আইনকে মান্যতা দিয়ে থাকি। সিআইডির ডাকে এর আগেও হাজিরা দিয়েছি, যতবার ডাকবে ততবারই যাবো। সত্য প্রকাশ হোক।