সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১ জুলাই: এক বছরের ছোট্ট খুশি। জয়পুরের মন্ডলডি গ্রামের বাসিন্দা ছোট্ট মেয়েটি আজ করোনা যোদ্ধা। করোনার থাবা কাটিয়ে সে আজ সমাজের মূলস্রোতে। ওই ব্লকে একটি অনুষ্ঠানে তাকে সম্বর্ধনা জানালেন জেলাশাসক রাহুল মজুমদার। সঙ্গে ওই ব্লকে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সিভিক ভলান্টিয়ারদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র, পুষ্প স্তবক। ব্লক অফিসের কর্মীদেরও সম্বর্ধনা জানানো হয়।
বাঘমুন্ডি ব্লক অফিসে সম্বর্ধনা দেওয়া হল করোনা আবহে কর্মরত কিছু স্বাস্থ্য আধিকারিক, নার্স, কুইক রিলিফ টিমের কর্মী, পুলিশের পক্ষ থেকে আধিকারিক ও কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারদের। এঁদের নিরলস পরিশ্রমকে সাধুবাদ জানান জেলা শাসক।