কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: আজ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডক্টর রশ্মি কোমল দাসপুর ১ ব্লকের বন্যা কবলিত
এলাকাগুলি পরিদর্শন করেন। তিনি ওই ব্লকের রাজনগর সহ বিভিন্ন এলাকাগুলি নৌকো করে পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন ঘাটালের এসডিও অসীম পাল, দাসপুর ১ ব্লকের বিডিও বিকাশ নস্কর, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি, দাসপুর ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক।

উল্লেখ্য, দুদিনের বৃষ্টির জেরে দাসপুর ১ ব্লকের বিভিন্ন সাঁকো ভেঙ্গে গিয়েছে এবং বিভিন্ন এলাকা জলে প্লাবিত হয়েছে। সেতু ভেঙ্গে যাওয়ায় এলাকাগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ২২টি মৌজা প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকাগুলি সরেজমিনে খতিয়ে দেখা এবং পরিস্থিতি সম্বন্ধে খোঁজখবর নিতেই আজ জেলাশাসক এসেছিলেন।

