আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুরেও আলুর দাম ক্রমশই ঊর্ধ্বমুখী। তাই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে প্রশাসন। বিক্রেতাদের বক্তব্য, হিমঘর দাম বেশি নিচ্ছে তাই তাদের পক্ষে কম দামে আলু বিক্রি করা সম্ভব নয়। আজ তাই আলুর দাম বৃদ্ধির কারণ খুঁজতে প্রশাসনিক আধিকারিকরা পাঁশকুড়ায় যান। তারা পাঁশকুড়ার একটি হিমঘর পরিদর্শন করেন।
জেলাশাসক পার্থ ঘোষ এবং পুলিশ সুপার সুনীল কুমার যাদবের নেতৃত্বে কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা পাঁশকুড়ার হিমঘর মালিক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর জেলাশাসক জানান, আলু বাজারে আসে অনেকগুলো ধাপ পেরিয়ে বিভিন্ন হাত ঘুরে। তাই কোন ধাপে কোথায় দাম বাড়ছে সেটা খতিয়ে দেখতে আজ তিনি হিমঘর পরিদর্শনে আসেন এবং ব্যবসায়ী ও হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি আশাবাদী আগামীদিনে সরকার নির্ধারিত মূল্যে আলু বাজারে বিক্রি হবে। কিন্তু ব্যবসায়ী এবং হিমঘর মালিক পক্ষের ধারণা ধরপাকড়ের ফলে আলুর দাম কমার বদলে আরও বেড়ে যাবে।

পাঁশকুড়ার মেছোগ্রামের হিমঘরের ডিরেক্টার জিতেন্দ্রনাথ পট্টনায়ক জানালেন, সরকারি নির্দেশ মেনে হিমঘর কর্তৃপক্ষ আলুর দাম কম রাখার চেষ্টা করবে। কিন্তু সরকারি ধরপাকড়ের ফলে ব্যবসায়ীরা আলু কম বের করলে দাম আরো বাড়তে পারে বৈ কমবে না।
আলু ব্যবসায়ী শশাঙ্ক শেখর মান্না জানালেন, এ বছর এরাজ্য সহ অন্যান্য রাজ্যে বিভিন্ন কারণে আলুর ফলন কম হয়েছে তাই দাম একটু বেশি আছে। আগামীদিনে দাম আরও বাড়বে বলে তার ধারণা।

