জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ আগস্ট: জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় সহ জেলার অন্যান্য আধিকারিকরা স্বাধীনতা দিবসের সকালে মেদিনীপুর শহরের উপকণ্ঠে তাঁতিগেড়িয়ায় নবনির্মিত সেফ হোম পরিদর্শন করলেন। উপস্থিত ছিলেন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল এবং উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। আয়ুশ কোভিড হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে ১০০ শয্যা বিশিষ্ট এই সেফ হোম বা নিরাপদ নিলয়’টি তৈরি করা হয়েছে জেলা স্বাস্থ্য ভবনের উদ্যোগে। আজ সেই সেফ হোমের সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।