আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ আগস্ট: তমলুক জেলাশাসকের অফিসে ইলেকট্রিক চেঞ্জার বক্সে আগুন লাগে শর্ট সার্কিট থেকে। অফিসের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়। এই সময় দমকল বাহিনীও চলে আসে। আগুন বড় আকার নেওয়ার আগেই নিভিয়ে ফেলায় খুব বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সবাই।
তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিসের চার তলায় হঠাৎ আগুন ধরে যায় ইলেকট্রিক চেঞ্জার বক্সে। আতঙ্ক ছড়ায় অফিসজুড়ে। জানাগেছে, একটি ইলেকট্রিক চেঞ্জারে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। আগুন লেগে ছোটখাট বিস্ফোরণের মত হয়। শব্দে সবাই হতচকিত হয়ে পড়ে। এই ধরনের ঘটনায় আগুনের আতঙ্ক ছড়ায় গোটা অফিসে। সাময়িক ভাবে এলাকায় ইলেকট্রিক পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ভয়ে অনেকেই অফিস থেকে নেমে নীচে চলে আসে। অফিসের কর্মীরা অফিসে থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডারের ফোমের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলে। সেই সময় দমকল বাহিনীও চলে আসে। যদিও দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রাথমিকভাবে দমকলের তরফ থেকে জানানো হয় চেঞ্জারের ভেতর ইঁদুর ঢুকে যাওয়ায় শর্ট সার্কিট হয়ে এই ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় সেভাবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এই ঘটনার সময় জেলাশাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ মিটিং হলেও সাময়িকভাবে মিটিং থামিয়ে খোঁজখবর নেন জেলাশাসক। ঘটনাস্থলে দমকলের ডিভিশনাল অফিসার এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে আশ্বস্ত করেন জেলাশাসককে। ঘটনার সঙ্গে সঙ্গেই ইলেকট্রিক বন্ধ করে দেওয়ায় এবং ফোমের সাহায্যে আগুন নিভিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে জেলাশাসকের অফিস।

