সাথী প্রামানিক, আমাদের ভারত, পুরুলিয়া, ২১ এপ্রিল: দিন আনা দিন খাওয়া পুরুলিয়ার দুঃস্থ শবর পরিবারগুলির হালহকিকত জানতে সরেজমিনে খতিয়ে দেখলেন জেলাশাসক। কেউ মাসের পর মাস সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, কেউ কেউ উপযুক্ত রেশন কার্ড না থাকায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাচ্ছেন না। কারও কারও ভাঙ্গা কুঁড়ে ঘরে দিন গুজরান করছেন।

পুরুলিয়া ১ নম্বর ব্লকের রমাই গড়া, মালডি গ্রামের মানুষ জানালেন নিজেদের সমস্যার কথা। কার কী প্রয়োজন একথা শুনে তালিকা নির্ধারণ করে প্রশাসনের তরফে দ্রুত সমাধানের কথা দিলেন জেলাশাসক।
সকলে জয় বাংলা পেনশন স্কিমে যাতে নাম নথিভুক্ত করতে পারেন তার ব্যবস্থাও করা হয়। পরের গ্রাম অকড় বাঁধ শবর পাড়া। সেখানেও সব মানুষের সঙ্গে কথা হয়। যাদের যা অসুবিধে শুনে সেইমত ব্যবস্থা গ্রহণ করা হয়।খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বয়স্কদের জয় বাংলা পেনশন স্কিমে ঢোকানোর সিদ্ধান্তও নেওয়া হয়।


