শ্রীরামপুরে গতকাল ডেঙ্গুতে শিশু মৃত্যুর পর নড়েচড়ে বসল জেলা প্রশাসন

আমাদের ভারত, হুগলী, ২০নভেম্বর: শ্রীরামপুরে মহকুমা শাসকের দপ্তরে জরুরি ভিত্তিতে বৈঠকে জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। শ্রীরামপুর পৌরসভার কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন তিনি। ডেঙ্গু মোকাবিলা কিভাবে করা হবে তা নিয়ে গাইড লাইন তৈরি করা হয়েছে। এদিন বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পৌরচেয়ারম্যান অমিয় মুখ্যার্জি, অতিরিক্ত জেলাশাসক প্রলয় মজুমদার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্রুভাংশু চক্রবর্তী।

বৈঠক শেষে জেলাশাসক জানিয়েছেন, আগামীকাল থেকেই ড্রোন নামিয়ে শ্রীরামপুর পৌরসভার এলাকার ছবি চিহ্নিত করে যুদ্ধকালীন তৎপড়তায় পরিষ্কার করার কাজ শুরু হবে। পাশাপাশি চেয়ারম্যান বলেন, পৌরসভার পরিকাঠামো যা রয়েছে তাতে সরকারি এলাকা ও গরুর খাটাল উচ্ছেদ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, মশা মারার জন্য কামান দাগলেও মশা মৃত্যু কমবে না। শ্রীরামপুরে ডেঙ্গু আতঙ্ক কাটাতেই সন্ধ্যায় ধোঁয়া কামান নিয়ে রাস্তায় নামেন পৌরসভার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *