আমাদের ভারত, ১৪ জুন: কঠিন চ্যালেঞ্জই সামলাতে হল। তবে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরাসি ওপেনের ফাইনালে পাঁচ সেটের লড়াই জিতে নিলেন নোভাক জকোভিচই। প্রথম দুই সেটে হেরে যাওয়ার পরও রোলাঁ গারো দেখাল বিশ্বের এক নম্বর টেনিস তারকার আরও একটি অবিস্মরণীয় কামব্যাক।
গত বছর ফরাসি ওপেন সেমিফাইনালের পর আজও পঞ্চম বাছাই সিতসিপাস শীর্ষবাছাই জকোভিচের কাছে পরাস্ত হলেন পাঁচ সেটের লড়াইয়ে। প্রথম দুই সেট জিতে এগিয়ে থাকার পরেও। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা লড়াইয়ে শেষ হাসি হাসলেন সার্বিয়ান জকোভিচই। ফরাসি ওপেন জিতলেন জকোভিচ।
রাফায়েল নাদালকে রোলাঁ গারোয় হারানো কোনও টেনিস তারকা এর আগে ফরাসি ওপেন খেতাব জেতেননি। এদিন সেটাও করে দেখালেন জকোভিচ। কেরিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সঙ্গে সঙ্গে ওপেন এরায় তিনিই একমাত্র গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন যিনি সব কটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত দুইবার জিতলেন। ২০১৬ সালের পর রোলাঁ গারোয় জকোভিচ ফের চ্যাম্পিয়ন হলেন আজ। খেলার ফল ৬-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। কেরিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন জোকার। রাফা ও রজার দুজনেই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন।