দীপাবলিতে গোবরের তৈরি সাড়ে পাঁচ লক্ষ প্রদীপে আলোকিত হবে অযোধ্যা

আমাদের ভারত, ৯ নভেম্বর: শিলান্যাসের কাজের পর
অযোধ্যায় রাম মন্দির তৈরি শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই অযোধ্যা শহরে দীপাবলি নিয়ে মানুষের উৎসাহ ও আগ্রহ অন্য পর্যায়ে রয়েছে। এবার দীপাবলিকে কেন্দ্র করে এক অনন্য প্রস্তুতি নিচ্ছে অযোধ্যা। সাড়ে ৫ লক্ষের বেশি প্রদীপ দিয়ে এবার অযোধ্যাকে সাজিয়ে তোলা হবে দীপাবলীতে।

১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দীপাবলিকে কেন্দ্র করে
প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে রাম জন্মভূমি। সে প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। জানা গেছে ৫ লক্ষ ৫১হাজার প্রদীপ জ্বলবে একসাথে। বিরাট এই আয়োজনে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রতিবারই দীপাবলিতে অযোধ্যাকে সাজিয়ে তোলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার কোভিড পরিস্থিতি থাকায় ভার্চুয়ালি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। তবে এবার প্রদীপেও থাকছে অন্য চমক। এই প্রথম গোবরের তৈরি প্রদীপ দিয়ে সেজে উঠবে অযোধ্যা। এই দীপাবলীর অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করবেন কুড়ি জন লোক শিল্পী। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সংস্কৃতি বিভাগের তরফের তাদের আমন্ত্রণও জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই উৎসবে পর্যটকদের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোভিড মেনে বিধি মেনেই যাতে মানুষ দীপাবলি উজ্জাবন করেন সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *