আমাদের ভারত, বালুরঘাট, ২০ জানুয়ারি: রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে অকাল দীপাবলির ডাক বালুরঘাটে। আত্রেয়ীর সদর ঘাটে এক লক্ষ প্রদীপ জ্বালানোর তোড়জোড় বিজেপির নেতা কর্মীদের। আর যাকে ঘিরে সাজো সাজো রব এখন বালুরঘাট শহরেও।
সোমবার রামজন্মভূমি অযোধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুর্নাঙ্গ মাত্রা পাবে রামমন্দিরের। রামমন্দির তৈরির লড়াইয়ের সমাপ্তি ঘটবে সেইদিন যে দিনটিকে বিশেষ ভাবে স্মরণীয় করে রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। যার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাটে এক লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করার উদ্যোগ। শুধু তাই নয়, বিজেপির রাজ্য সভাপতির খাসতালুক বালুরঘাটের বিভিন্ন প্রান্তে শ্রীরামের পুজোকে ঘিরে জোর প্রস্তুতিও ইতিমধ্যে শুরু করেছে বিজেপির নেতা কর্মীরা।

ছবি: আনা হয়েছে এক লক্ষ মাটির প্রদীপ।
জেলা বিজেপি নেতা বাপী সরকার বলেন, রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের ওই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করতে একলক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হবে আত্রেয়ী ঘাটে। সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে পালিত হবে এই অনুষ্ঠানটি। পাশাপাশি বালুরঘাট শহরজুড়ে বিভিন্ন ওয়ার্ডে শ্রীরামের পূজোর আয়োজন করেছে বিজেপির কর্মী সমর্থকরা।

