সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ জুলাই: এক বাইক আরোহীর মৃত্যু রহস্যের জট খুলল না প্রায় ২৪ ঘন্টা পরেও। বিষয়টি নিয়ে ধোঁয়াশায় পুলিশ থেকে পরিবার। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। সোমবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার জোকা আমতলা এলাকায়। মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম প্রশান্ত বাইন। পেশায় গ্যারেজ মিস্ত্রি।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, এদিন গ্যারেজের কাজ সেরে আষাড়ু বাজারে দাদার সঙ্গে কথা বলে বাগদা-বনগাঁ সড়ক দিয়ে রানিহাটির বাড়ি ফিরছিলেন প্রশান্ত বাইন। একই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন প্রশান্তর দাদা। বনগাঁ থানার জোকা আমতলায় মানুষের জটলা দেখে দাঁড়িয়ে পড়ে। দেখতে পায় ভাইয়ের দেহ পড়ে রয়েছে রাস্তায়। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন। সেখান থেকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রশান্তের দেহের গলায় এবং কপালে ক্ষত চিহ্ন রয়েছে।

প্রশান্ত বাইনের দাদা প্রকাশ বাইন জানিয়েছেন, ভাইয়ের সঙ্গে তার কিছুক্ষণ আগেই কথা হয়েছিল। তাকে জানিয়েছিল সে আগে বাড়িতে যাচ্ছে। আমাদের সঙ্গে তেমন কারও শত্রুতা নেই। দেখে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। এমনই অভিযোগ দায়ের করেন বনগাঁ থানায়।
পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পরই বলা যাবে খুন না দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

