তৃণমূল সরকারের পদত্যাগের দাবিতে রায়গঞ্জে খালি গায়ে বিক্ষোভ জেলা যুব কংগ্রেসের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ জুলাই: তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ইডির তদন্তে ক্রমেই উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এরই প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলি। তারই অঙ্গ হিসেবে রবিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ের গান্ধী মূর্তির পাদদেশে খালি গায়ে বিক্ষোভ দেখান উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের নেতা কর্মী ও সদস্যরা।

সংগঠনের জেলা সভাপতি তুষার গুহ বলেন, শিক্ষকতার চাকরি নিয়ে ব্যাপক দুর্নীতি করেছে এই সরকার। নানা কেলেঙ্কারিতে এই সরকার জড়িয়ে গিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিতে রায়গঞ্জ শহরের বৃষ্টি ভেজা রাস্তাতে এদিন খালি গায়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *