আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৯ অক্টোবর:
উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে মোট ৬১ হাজার, তবে তার মধ্যে সুস্থতার সংখ্যা ইতিমধ্যেই ৫৩ হাজার পেরিয়েছে। এসবের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে করোনা মোকাবিলার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত পুজো কমিটি গুলোকে করোনা নিয়ম মেনে রাজ্য সরকারের দেওয়া অনুদানের অর্থে মাস্ক ও স্যানিটাইজার মণ্ডপে মজুত রেখে পুজো করার অনুরোধ করেছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
হাইকোর্টের নির্দেশের পর, বারাসতে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জেলার বিভিন্ন পুজো কমিটিকে করোনা বিধি মেনে পুজো করার আবেদন জানালেন মধ্যমগ্রামের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলার দ্বায়িত্ব প্রাপ্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রথীন ঘোষ।