মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে পুরনির্বাচনে কালিমালিপ্ত করেছেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল: আব্দুল করিম চৌধুরী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে পুরনির্বাচনে কালিমালিপ্ত করেছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগরওয়াল। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষ্ফোরক মন্তব্য করলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। করিম সাহেব বলেন, জেলা সভাপতি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই প্রার্থী নিয়ে জটিলতা তৈরী করেছেন। কয়েকটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের হারানোর জন্য কাজ করেছেন। পুর নির্বাচনে জেলা সভাপতির ভূমিকা দলের ক্ষতি করেছে। করিম সাহেব এদিন আরো বলেন, যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে কাজ করেছেন তাদের টিকিট না দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন। আমি শ্রদ্ধেয় দল নেত্রীর কাছে অনুরোধ করবো যারা দলের পুরানো সৈনিক, নির্দল হিসাবে জিতেছেন, তাদের দলে ফিরিয়ে নেওয়া হোক। এর পাশাপাশি জেলা সভাপতির পদ থেকে কানাইয়াবাবুর অপসারণের দাবি তুলেছেন। নিজের ছেলে ইমদাদ চৌধুরীর হারের পেছনেও কানাইয়ালাল আগরওয়ালের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন করিম সাহেব।

অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বলেন, তার ওপরে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। হেরে যাওয়ার কারণ কিছু দেখাতে পারছে না বলে এমন অজুহাত দিচ্ছেন বিধায়ক। ওনার ছেলে তার নিজের ওয়ার্ডেই হেরেছে। তিনি জেলার তিনটি পুরসভাতেই প্রচারে গিয়ে তৃণমূলের দলীয় প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলেছেন বলে দাবি করেন কানাইয়ালালবাবু। পাশাপাশি তিনি এও বলেন, জেলা সভাপতির পদ তাকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন, তবে তিনি পদ ছেড়ে দেবেন। দলের নির্দেশেই যারা নির্দল প্রার্থী হয়েছিলেন তাদের বহিষ্কার করা হয়েছে তার কোনো নিজস্ব সিদ্ধান্ত ছিল না। গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্নে কানাইয়ালালবাবু বলেন, তার পক্ষ থেকে কোনো দ্বন্দ্ব নেই। তিনি দলের বাইরে গিয়ে কোনো কাজ করেন না।
গোটা ঘটনায় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর তৃণমূলের অন্দরে শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *