সাথী দাস, পুরুলিয়া, ১২ জুন: ঝুপড়ি বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে বীভৎস ভাবে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটে পুঞ্চা ব্লকের লাগাডাং গ্রামে। মৃতের নাম শ্যাম বাউরি (৭০)। ঘটনার পর দিনই মৃতের পরিবারের পাশে দাঁড়াল ব্লক প্রশাসন ও জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। আজ ওই পরিবারের হাতে আর্থিক সাহায্য ছাড়াও খাদ্য সামগ্রী, কাপড় তুলে দেন তিনি। তার আগে সরেজমিনে গিয়ে আগুনে পুড়ে খাক হওয়া ঝুপড়ি দেখেন তিনি। শোকার্ত পরিবারকে সান্তনা জানান সভাধিপতি। পরে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতো ও জয়েন্ট বিডিও ওই পরিবারের কাছে গিয়ে সরকারি সাহায্য তুলে দেন।
বৃহস্পতিবারের ওই ঘটনার সময় ঝুপড়ি বাড়িতে ওই বৃদ্ধ ছাড়া আর কেউ ছিলেন না। এমনকি প্রতিবেশীদের বাড়িগুলোতেও লোকজন ছিল না বলে জানা গিয়েছে। হঠাৎ কিভাবে আগুন লাগল ওই ঝুপড়িতে তা বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরাও।
ঘটনার পরই আগুন নিভিয়ে ঝলসে যাওয়া বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।