পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: রাজ্যের প্রত্যেকটি বুথে উন্নয়নের স্বার্থে ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, যার নামকরণ করা হয়েছে “আমাদের পাড়া, আমাদের সমাধান।” এই প্রকল্পের মধ্য দিয়ে এলাকার রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্যের প্রত্যেকটি বুথে শুরু হয়েছে “আমাদের পাড়া,নআমাদের সমাধান।”
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৬ নম্বর শঙ্কর কাটা গ্রাম পঞ্চায়েতে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকরা।